Wellcome to National Portal
Main Comtent Skiped

কী সেবা কীভাবে পাবেন

প্রশিক্ষণার্থীদের সুযোগ-সুবিধাঃ

 

প্রশিক্ষণার্থীগণ কেন্দ্রের ডরমিটরীতে বিনা ভাড়ায় অবস্থান করতে পারেন। খাবার রান্না করে পরিবেশন করে দেয়ার ব্যবস্থা ও লোকবল রয়েছে। তবে খাবার খরচ প্রশিক্ষণার্থীদের বহন করতে হয়। কর্মকর্তা কোর্সের প্রশিক্ষণার্থীদের প্রতিদিন ১০০/- টাকা ও কর্মচারী কোর্সের প্রশিক্ষণার্থীদের প্রতিদিন ৮০/- টাকা হারে ‘প্রশিক্ষণ ভাতা’ প্রদান করা হয়ে থাকে। এছাড়া তাদের ফাইল/ফোল্ডার, হ্যান্ডআউট, খাতা, কলমও প্রদান করা হয়। স্থান স্বল্পতার কারনে খেলাধুলার তেমন ব্যবস্থা করা সম্ভবপর হয় না। তবে প্রশিক্ষণার্থীদের জন্য আভ্যন্তীরণভাবে ক্যারাম, ব্যাডমিন্টন, দাবা ইত্যাদি খেলার সুযোগ রয়েছে।

 

প্রশিক্ষণ কর্ম এলাকাঃ

 

          রাজশাহী বিভাগের অন্তর্গত ১৬টি জেলার সরকারি ও স্বায়ত্ত্বশাসিত সংস্থার কর্মকর্তা/কর্মচারীদের প্রশিক্ষণ দানের দায়িত্ব এ কেন্দ্রের উপর ন্যস্ত রয়েছে। বিভিন্ন সরকারি ও স্বায়ত্ত্বশাসিত সংস্থার প্রথম, দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মকর্তা ও কর্মচারীদের এ কেন্দ্রে প্রশিক্ষণ দান করা হয়।

প্রধান কার্যালয় অর্থাৎ বাংলাদেশ লোক-প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র (বিপিএটিসি), সাভার ঢাকা থেকে প্রেরিত RPATC Training Calendar অনুযায়ী বাৎসরিক প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হয়। উক্ত RPATC Training Calendar বা ‘প্রশিক্ষণ বর্ষপঞ্জি’ বিপিএটিসির বোর্ড অব গভর্ণরস্ কর্তৃক অনুমোদিত। চারটি আরপিএটিসিতে একই সংখ্যক কোর্সের আয়োজন করা হয় প্রতি বছর।

প্রশিক্ষণ শুরুর কমপক্ষে এক মাস পূর্বে রাজশাহী বিভাগের বিভিন্ন সরকারী, আধা-সরকারী ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের বিভাগীয় বা জেলা অফিস প্রধানকে সংশ্লিষ্ট কোর্সে তাঁদের দপ্তর থেকে ১ থেকে ৫ জন পর্যন্ত কর্মকর্তা বা কর্মচারীকে মনোনয়ন দেয়ার জন্য অনুরোধ জানিয়ে পত্র প্রেরণ করা হয়। সংশ্লিষ্ট দপ্তর থেকে কোর্সে কর্মকর্তা/কর্মচারী মনোনয়ন দিয়ে আরপিএটিসি, রাজশাহীতে পত্র প্রেরণ করা হলে আরপিএটিসি কর্তৃক কোর্সটি অনুষ্ঠানের প্রয়োজনীয় আয়োজন সম্পন্ন করা হয়। কোর্স শেষে কৃতকার্য প্রশিক্ষণার্থীদেরকে সনদপত্র ও ছাড়পত্র প্রদান করা হয়।

 

প্রশিক্ষণ কার্যক্রমঃ

 

প্রতিদিন সকাল ৯:৩০ টায় সেশন শুরু হয়। প্রতিটি সেশন ১ ঘন্টার। সকাল ১০:৩০-এ টিফিন ব্রেক এবং দুপুর ১:০০-২:৩০ পর্যন্ত লাঞ্চ ও নামাজের বিরতি দেয়া হয়। বেলা ৪:৩০ পর্যন্ত প্রতিদিন মোট ৫টি সেশন (ক্লাস) অনুষ্ঠিত হয়। সরকারী ও সাপ্তাহিক ছুটির দিনে প্রশিক্ষণ কার্যক্রম বন্ধ থাকে।

২ সপ্তাহ, ৩ সপ্তাহ ও ৪ সপ্তাহ মেয়াদী বিভিন্ন কোর্স সারা বছরই অনুষ্ঠিত হয়। প্রতিটি কোর্সের শুরুতে প্রাক প্রশিক্ষণ পরীক্ষা এবং কোর্স শেষে সমাপনী পরীক্ষার আয়োজন করা হয়।

১ম শ্রেণী থেকে ৪র্থ শ্রেণীর সকল স্তরের কর্মকর্তা/কর্মচারীদের জন্যই সারা বছরে নানা ধরনের কোর্সের আয়োজন রয়েছে।

সমগ্র রাজশাহী বিভাগের সরকারী কর্মচারী তথা সিভিল সার্ভেন্টদের জ্ঞান, দক্ষতা ও দাপ্তরিক উৎকর্ষ সাধনে আরপিএটিসি, রাজশাহী অত্যন্ত গুরুত্বপূর্ণ ও মহান এক দায়িত্ব পালন করে চলেছে বিগত ২৫টি বছর ধরে।

 

প্রশিক্ষণ পদ্ধতিঃ

 

আলোচনা ও প্রশ্নোত্তর, গ্রুপওয়ার্ক, লাইব্রেরী ওয়ার্ক, গ্রুপ ডিসকাসন প্রভৃতির মাধ্যমে এবং ক্ষেত্র বিশেষে প্র্যাকটিক্যাল ডেমনস্ট্রেশন এর মাধ্যমে প্রশিক্ষণার্থীদের বিভিন্ন বিষয়ে ধারনা ও জ্ঞানদান করা হয়। কোর্স শেষে কোর্স সমাপনী পরীক্ষার মাধ্যমে তাদের মূল্যায়ন করা হয়। এছাড়া সামগ্রিক পারফরম্যান্স, উপস্থিতি, আচার-আচরণ ইত্যাদির উপরও মূল্যায়ন করা হয়ে থাকে। প্রশিক্ষণার্থীদের একঘেয়েমী ও শারীরিক অবসাদ দূর করে কর্মউদ্দীপনা বৃদ্ধির জন্য বিভিন্ন কোর্সে সাংস্কৃতিক অনুষ্ঠান/শিক্ষা সফরের আয়োজন করা হয়ে থাকে।

Visitor Count


web counter